শর্তাবলী (Terms & Conditions)
“আপনি সাইট ব্যবহার করে এসব শর্ত মেনে নেওয়ার সম্মতি দিচ্ছেন।”
১. ওয়েবসাইট ব্যবহারের নিয়ম
এই ওয়েবসাইটটি শুধু ব্যক্তিগত ও আইনসম্মত ব্যবহারেই অনুমোদিত। কোন অবৈধ বা ক্ষতিকারক কার্যক্রম করা যাবে না।
২. পণ্য ও সেবার বর্ণনা
আমরা চেষ্টা করি সব তথ্য সঠিক রাখতে, তবে ত্রুটি হলে আমরা দায়ী নই।
৩. পেমেন্ট ও অর্ডার প্রসেসিং
সমস্ত পেমেন্ট নিরাপদ গেটওয়ের মাধ্যমে সম্পন্ন হয় এবং আমাদের প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত হয়।
৪. গোপনীয়তা ও তথ্য সুরক্ষা
আপনার তথ্য নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।
৫. কপিরাইট ও সম্পত্তির অধিকার
ওয়েবসাইটের সব কনটেন্ট আমাদের মালিকানাধীন এবং কপিরাইট আইনে সুরক্ষিত।
৬. শর্তাবলী পরিবর্তন
আমরা সময়ে সময়ে শর্তাবলী পরিবর্তন করতে পারি। সাইটে নিয়মিত দেখে নিন।
৭. আইনি ব্যবস্থা
এই নীতিমালা বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে।
৮. ব্যবহারকারীর সীমাবদ্ধতা
- কোম্পানি তার প্রোডাক্টের লাভ দ্বারা গ্রাহক দেরকে অফার/বেনিফিট দিয়ে থাকেন। তাই কোম্পানি যদি মনে করেন যে, কোন ব্যক্তি কোম্পানির জন্য অসংগতিক, কোন কারণ ছাড়াই যেকোনো মুহূর্তে কোম্পানি সেই গ্রাহকের আইডি বাতিল করিতে পারিবে।
- এক্ষেত্রে সদস্য ব্যক্তিবর্গ কোম্পানির বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা রাখেনা।
বিশেষ দ্রষ্টব্য:
Save Money Earn একটি প্রোডাক্ট-ভিত্তিক মুনাফা ভাগাভাগির প্ল্যাটফর্ম। কেউ যদি প্রোডাক্ট না কিনে পয়েন্ট কেনে, তা দান হিসেবে বিবেচিত হবে এবং সেই অর্থ স্বয়ংক্রিয়ভাবে অন্য সদস্যদের মধ্যে ভাগ হয়ে যাবে। কোম্পানি এর জন্য দায়ী থাকবে না। অফার গুলো পরিবেশ ও পরিস্থিতির উপর নির্ভর করে কম-বেশী করা হতে পারে, এর জন্য কম্পানির কর্তৃপক্ষ কোনো রকম জবাবদিহি বাধ্য নয়।
Save Money Earn ( SME )কোম্পানিটি আপনাদের সকল অফার শুধুমাত্র প্রোডাক্ট এর লাভের অংশ থেকে বেনিফিট দিয়ে থাকে। এই ব্যতীত অন্য কোন ভাবে কোম্পানিটি প্রফিট দিতে পারে না তাই আমাদের সকলের উচিত নিজের জন্য ও কোম্পানির উন্নয়ন জন্য কেনাকাটা করা এবং অন্যদের কেনাকাটা করতে উৎসাহিত করা । কোম্পানী তার উন্নয়নের ধারা ও মান যে বজায় রাখার জন্য মাসিক কেনাকাটা সর্বনিম্ন টার্গেট নিম্নে ভাগ করে দেওয়া হলো :
1. লেভেল ৪ = ১৫ পয়েন্ট
2. লেভেল ৫ = ২৫ পয়েন্ট
3. লেভেল ৬ = ৩৫ পয়েন্ট
4. লেভেল ৭ = ৪৫ পয়েন্ট
5. লেভেল ৮ = ৫৫ পয়েন্ট
6. লেভেল ৯ = ৬৫ পয়েন্ট
7. লেভেল ১০ = ৭৫পয়েন্ট
8. লেভেল ১১ = ৮৫ পয়েন্ট
9. লেভেল ১২ = ৯৫ পয়েন্ট
10. লেভেল ১৩ = ১১০ পয়েন্ট
11. লেভেল ১৪ = ১২৫ পয়েন্ট
12. লেভেল ১৫ = ১৫০ পয়েন্ট